ভোমরা বন্দরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯৭৮ কোটি টাকার রাজস্ব আদায়

সাতক্ষীরা
ভোমরা স্থলবন্দর
আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

বাণিজ্য ব্যবস্থাপনার নানা প্রতিকূলতা সত্ত্বেও চলতি ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা স্থলবন্দর থেকে সরকারের রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত ৯৪৬ কোটি ২৩ লাখ টাকার লক্ষ্যমাত্রা অতিক্রম করে এ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ৯৭৮ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ৮৯৯ টাকা। অর্থাৎ অতিরিক্ত আদায় হয়েছে প্রায় ৩২ কোটি ৫৫ লাখ টাকা।

কাস্টমস সূত্র জানায়, আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যবসাবান্ধব পরিবেশ, কম খরচে পণ্য পরিবহন এবং দ্রুত পণ্য ছাড় দেয়ার কারণে বড় ব্যবসায়ীরা ভোমরার প্রতি ক্রমেই বেশি আগ্রহী হয়ে উঠছেন। দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় এখানে পথে-প্রান্তরে চাঁদাবাজির প্রবণতা নেই বললেই চলে। ফলে ব্যবসায়ীরা বাড়তি স্বস্তি নিয়ে এ বন্দর ব্যবহার করছেন।

ভোমরা কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ‘বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নত হলে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি আরও বাড়বে। এর ফলে শুধু রাজস্ব আয় নয়, সীমান্তবর্তী অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডও গতি পাবে।’

তিনি জানান, ভোমরা দিয়ে আগে আমদানির ওপর নির্ভরশীলতা বেশি থাকলেও সম্প্রতি রপ্তানিও বাড়তে শুরু করেছে। ধারাবাহিকভাবে এ প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ভোমরা শুধু জাতীয় রাজস্বে নয়, দেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ অবস্থান দখল করবে।

স্থানীয় ব্যবসায়ীরা মনে করেন, সাতক্ষীরা অঞ্চলের জন্য ভোমরা স্থলবন্দর শুধু একটি অর্থনৈতিক প্রবেশদ্বার নয়, বরং কৃষিপণ্য ও শিল্প পণ্যের রপ্তানি বৃদ্ধিরও অন্যতম সম্ভাবনাময় কেন্দ্র। এরই মধ্যে এখানে আধুনিকীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ অনলাইন সেবা ও হালনাগাদ প্রযুক্তি ব্যবহার করছে, যা ব্যবসায়ীদের সময় ও খরচ দুই-ই কমাচ্ছে।

নতুন ২০২৫-২৬ অর্থবছরে ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৪৮৯ কোটি ৩৩ লাখ টাকা। 

কাস্টমস কর্মকর্তাদের প্রত্যাশা, বিদ্যমান স্বচ্ছ ও অনুকূল পরিবেশ বজায় থাকলে এ লক্ষ্যও অর্জন সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, সঠিক অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সীমান্তে বাণিজ্যিক সুযোগ সুবিধা আরও বাড়ানো গেলে ভোমরা স্থলবন্দর অচিরেই দেশের অন্যতম বৃহৎ রাজস্ব কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

এসএইচ