ভিডিওটি ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে সরকারি ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার করা হচ্ছে। আজ (শনিবার, ২১ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার আয়কর বিষয়ে জনমনে সচেতনতা বৃদ্ধি, আয়কর রিটার্ন দাখিল এবং আয়কর প্রদানের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অংশীদারিত্বের ভাবনাকে দৃঢ় করার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য। এ ভিডিও চিত্র প্রচারের মাধ্যমে জনসাধারণের মধ্যে আয়কর প্রদানে আগ্রহ বৃদ্ধি পাবে বলে জাতীয় রাজস্ব বোর্ড মনে করে।
ভিডিও চিত্রটিতে আয়কর কী, আয়কর কেন দেয়া প্রয়োজন, দেশের উন্নয়নে আয়কর কীভাবে কাজ করে তা তুলে ধরা হয়েছে। সময়মত আয়কর না দেয়া হলে তা দেশের উন্নয়নকে কিভাবে বাঁধাগ্রস্ত করে তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ ভিডিওটিতে।