ভ্যাটে একক রেট ছাড়া বিকল্প নেই: এনবিআর চেয়ারম্যান

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান
পরিষেবা
অর্থনীতি
0

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, ব্যবসায়ীদের বিরোধিতার পরও ভ্যাটের আইন শেষ পর্যন্ত ল্যাংড়া-খোঁড়া হয়ে গেছে। তিনি জানিয়েছেন, ভ্যাটে একক রেটের বিকল্প নেই।

আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) রাজধানীর এক হোটেলে সিপিডি আয়োজিত ‘কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার’ বিষয়ক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্রীয় ব্যয়ের অগ্রাধিকার ও যৌক্তিকতা ঠিক করতে হবে, তা না হলে সাধারণ মানুষ কর দিতে আগ্রহী হবেন না।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘জিডিপির তুলনায় ট্যাক্সের হার ক্রমাগত কমছে, যা আতঙ্কের বিষয়। তবে বিশ্ব ব্যাংকের সহায়তায় ট্যাক্স খাত অটোমেশন করার প্রকল্প নেয়া হয়েছে।’ কর নীতি এবং আহরণ বিভাগ আলাদা করলে অর্থনীতি আরও টেকসই হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘এলডিসি হিসেবে দেশের অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি করা ছাড়া বিকল্প নেই।’

এসএস