মাইলস্টোন ট্র্যাজেডি: শিক্ষার্থীদের ৬ দাবি

ধ্বংসস্তূপের মাঝে উড়োজাহাজের ছিন্নভিন্ন অংশের সঙ্গে রয়েছে স্কুলের চেয়ারগুলো
শিক্ষা
0

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটি এখন যেন এক ধ্বংসস্তূপ। যেখানে এক সময় শিশুদের কোলাহলে মুখরিত থাকত ক্যাম্পাস, আজ সেখানে নেমে এসেছে নীরবতা আর শোকের ছায়া। গতকাল (সোমবার, ২১ জুলাই) বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভবনটির একাংশ ধসে পড়ে। ঘটনাস্থলে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা। চলছে ধ্বংসাবশেষ সরানোর কাজ ও আলামত সংগ্রহ।

এদিকে, আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে অবস্থান নেয় এবং ৬ দফা দাবিতে বিক্ষোভ শুরু করে।

শিক্ষার্থীদের ৬ দাবি:

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ

২. আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

৩. শিক্ষকদের সঙ্গে সেনা সদস্যদের অসৌজন্যমূলক আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা

৪. ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ

৫. ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল ও আধুনিক প্লেন চালু

৬. মানবিক ও নিরাপদ প্রশিক্ষণ পদ্ধতি চালু

ঘটনার পর থেকে এখনো বিদ্যালয়ের সামনে স্বজনদের কান্না, শিক্ষার্থীদের ক্ষোভ ও স্থানীয় জনতার ভিড় অব্যাহত রয়েছে।

এনএইচ