স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ

এইচএসসি পরীক্ষা
শিক্ষা
0

স্থগিত হয়ে যাওয়া এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ (বুধবার, ২৩ জুলাই) নতুন এ সূচি প্রকাশ করা হয়।

নতুন সূচিতে দেখা যায় গত কুমিল্লা বোর্ডের ১০ জুলাই স্থগিত হওয়া পরীক্ষা হবে আগামী ১২ আগস্ট। আর গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া ১৭ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগস্ট।

এছাড়া মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা যথাক্রমে আগামী ১৭ আগস্ট ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

এর আগে ফেনী জেলার কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় কুমিল্লা বোর্ডের আওতাধীন ১০ জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিলো।

এছাড়া গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ঢাকা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ১৭ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় সরকার।

এসএস