১২ দিন পর খুলেছে মাইলস্টোন কলেজ; স্মরণসভায় আবেগঘন মুহূর্ত

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ধ্বংসাবশেষ
শিক্ষা
0

ভয়াবহ বিমান দুর্ঘটনার ১২ দিন পর আজ (রোববার, ৩ আগস্ট) খুলেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গত ২১ জুলাই কলেজ ভবনের ওপর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠান খোলার দিনে নিহতদের স্মরণে আয়োজন করা হয়েছে বিশেষ স্মরণসভা, যা অনুষ্ঠিত হচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এদিন কোনো নিয়মিত ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, মঙ্গলবার (৫ আগস্ট) থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর খান জানান, শিক্ষার্থী-অভিভাবকদের আতঙ্ক ও মানসিক চাপ কাটানোর জন্য বিশেষ কাউন্সেলিং সেশন চালু করা হয়েছে। অভিভাবকদের অনুরোধে ক্যাম্পাস উন্মুক্ত করে দেয়া হয়েছে। সবার সহযোগিতায় আমরা ভয়াবহ পরিস্থিতি সামলে ওঠার চেষ্টা করছি।

তিনি আরও জানান, সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে চাচ্ছেন। সবার সহযোগিতায় ভয়াবহ দুর্ঘটনা-পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। যাদের মরদেহ তাৎক্ষণিক চিহ্নিত করা যায়নি, তাদের ডিএনএ টেস্ট করে পরিচয় নিশ্চিত করা গেছে।

প্রসঙ্গত, স্কুল কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুযায়ী এই দুর্ঘটনায় ২৭ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ৩ জন অভিভাবক এবং ১ জন আয়া মারা গেছেন। মোট প্রাণহানির সংখ্যা ৩৩ জন। এই শোকাবহ ঘটনার পর ধীরে ধীরে শিক্ষা কার্যক্রমে ফেরার প্রস্তুতি নিচ্ছে মাইলস্টোন পরিবার।

এনএইচ