২৫ দিন ধরে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেনারি এবং অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদে তালা দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছে। আজ দুপুর ১২টার মধ্যে অ্যাকাডেমিক কাউন্সিলের সময়সূচীর ঘোষণা না আশায় প্রশাসনিক ভবনে উপাচার্যের রুমে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।
এসময় প্রশাসনিক ভবনের অন্যান্য বিল্ডিংয়ে তালা লাগালে কয়েক ঘণ্টা আটকা পড়েন প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় কয়েক দফায় শিক্ষকরা আলোচনা করতে আসলে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় প্রশাসনিক ভবনের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন তারা। এদিকে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, তারা সমস্যা নিরসনে সবোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একপর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জব্বারের মোড় এলাকায় রেলক্রসিংয়ে রেলপথ অবরোধ করে রাখে।
এ সময় শিক্ষক প্রতিনিধি দল এসে আগামী রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে শিক্ষক কমিটির আলোচনা এবং বুধবার বেলা ১২টার মধ্যে আলোচনার রিপোর্ট প্রকাশের আশ্বাস দেন। ফলে রেলপথ অবরোধ ও প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়ে আন্দোলন থেকে সরে দাড়ান শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি করেন, প্রাণি চিকিৎসা ও প্রাণি উৎপাদন—দুই ক্ষেত্রেই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করতে কম্বাইন্ড (বিএসসি ইন ভেট সাইন্স এন্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি) ডিগ্রি চালু করতে হবে।
দেশে বর্তমানে ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিম্যাল হাজবেন্ড্রিকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি দেয়া হচ্ছে সাতটি বিশ্ববিদ্যালয়ে। সেখানে একটি মাত্র ডিগ্রিতে প্রাণি চিকিৎসা ও উৎপাদন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকায় গ্র্যাজুয়েটরা সরকারি ও বেসরকারি পর্যায়ে সবধরনের পদের জন্য আবেদন করতে পারছেন। অথচ বাকৃবিতে এখনো দুটি অনুষদ পৃথকভাবে থাকায় অ্যানিম্যাল হাজবেন্ড্রি গ্র্যাজুয়েটরা নিয়োগ বিজ্ঞপ্তিতে অবহেলিত হচ্ছে।
দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।