ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে থাকা প্রতিষ্ঠানের লোগো
শিক্ষা
0

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে অন্তর্বর্তী প্রশাসন। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার্থীরা তাদের ফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পোর্টাল (এই ঠিকানায়) থেকে দেখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো অসঙ্গতি বা ভুলত্রুটি ধরা পড়লে কর্তৃপক্ষ তা সংশোধন বা ফলাফল বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেছেন।

এছাড়া আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষার্থীদের জন্য ‘বিষয় ও কলেজ পছন্দক্রম’ কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন:

এর আগে, গতকাল শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায়ী শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (২২ আগস্ট) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হয়।

এসএস