দ্বিতীয়বারের মতো এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালসহ বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে।
সি ইউনিটে মোট আসন সংখ্যা ১২৩১টি, মোট ১ লাখ ২৬ হাজার ২২৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন পরীক্ষায়। আসন প্রতি লড়ছেন ১০২ জন।
আরও পড়ুন:
পরীক্ষা স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। যেকোনো ধরনের ভর্তি জালিয়াতি, প্রক্সিকাণ্ড কেউ যাতে করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক করেন রাবি প্রক্টর।





