সংঘর্ষ ও লাঞ্ছনা: কুয়েট শিক্ষকদের একাডেমিক কার্যক্রম বয়কট

কুয়েট শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন
এখন জনপদে , ক্যাম্পাস
শিক্ষা
0

খুলনা প্রকৌশল ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে তিন মাস আগে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় একাডেমিক কার্যক্রম বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক সমিতির সদস্যরা। আজ (সোমবার, ১৯ মে) দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী চলে এ কর্মসূচি।

এসময় প্রথমে প্রশাসনিক ভবনের সামনে আর পরে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। তারা অভিযোগ করেন, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উদাসীনতার কারণেই ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় দাবি মানা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় তারা।

এদিকে, শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। তবে এসময় উপাচার্য তার কার্যালয়ে ছিলেন না। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

এর আগে রোববার শিক্ষক সমিতি সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন। আর ৪ মে থেকে শিক্ষকরা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করা থেকে বিরত রয়েছেন।

এএইচ