কাল থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেলের একাডেমিক কার্যক্রম বন্ধ

ঢাকা মেডিকেল কলেজ
ক্যাম্পাস
শিক্ষা
1

চলমান অচলাবস্থা নিরসনের জন্য আগামীকাল (রোববার, ২২ জুন) থেকে ঢাকা মেডিকেল কলেজের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (শনিবার, ২১ জুন) ঢামেকের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অধ্যাপক ডা. কামরুল আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ (শনিবার, ২১ জুন) অনুষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মেডিকেল কলেজের চলমান অচলাবস্থার নিরসনের লক্ষ্যে আগামীকাল থেকে কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।’

এ বিজ্ঞপ্তিতে সব শিক্ষার্থীদের কাল দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশনাও দেয়া হয়। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে।

এসএইচ