গতকাল (বৃহস্পতিবার, ২৬ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী তাসনোভা হককে র্যাগিংয়ের অভিযোগে কৃষি অনুষদের শিক্ষার্থী মারিয়া সুলতানা মীমকে ১২ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও একই অনুষদের শিক্ষার্থী জোবায়দা জান্নাত সোহা এবং আশিকা রুশদাকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়।
তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী সংবাদিকদের বলেন, ‘র্যাগিংয়ের উদ্দেশে ৩১ মে রাত পৌনে ২টার দিকে ওই তিন শিক্ষার্থী তাসনোভাকে ছাদে ডাকেন। সে ছাদে যেতে রাজি না হলে তাকে বারান্দায় ডেকে নিয়ে রাত সাড়ে ৪টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের শাস্তিস্বরূপ হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।’
শাস্তি শেষ হওয়ার পর শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলের ফাঁকা আসনের বিপরীতে আবেদন করে পুনরায় হলে উঠতে পারবেন। তবে হল প্রশাসন তাদের আসনের ব্যবস্থা করে দিতে বাধ্য নয় বলেও জানান তিনি।