জবি শিক্ষকদের ওপর ছাত্রদলের হামলা: শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ক্যাম্পাস
শিক্ষা
0

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, ছাত্র কল্যাণ পরিচালকসহ বাগছাসের তিন নেতার ওপর ছাত্রদলের হামলার ঘটনার বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। আজ (রোববার, ১৩ জুলাই) সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য ভবন অবরুদ্ধ করে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। দু’জন শিক্ষকের ওপর হামলার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ভূমিকা না নেওয়ায় নিন্দা জানান তারা।

২৪ ঘণ্টার মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা গ্রহণ, হামলায় সরাসরি জড়িতদের বহিষ্কার করে বিচারের আওতায় নিয়ে আসা সহ সাবেক শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধের দাবি জানান তারা।

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন। উপাচার্য জানান, তারা ইতিমধ্যেই ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

এএইচ