বাকৃবির এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস রুমে তালা

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
ক্যাম্পাস
শিক্ষা
0

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও এ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের কম্বাইন্ড ডিগ্রির দাবীতে এ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের প্রধান ফটক ও ক্লাস রুমে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে বন্ধ থাকে ক্লাস-পরীক্ষা। আজ (সোমবার, ৪ আগস্ট) সকালে হাজবেন্ড্রি অনুষদের ডিন অফিস ও অ্যাকাডেমিক ভবনের প্রধান ফটকে তালা দেয়ার পর শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেয়।

এরপর কয়েক ঘণ্টা ধরে মুহুর্মুহু স্লোগানে দিতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে ৭ সদস্যদের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বুধবার (৬ আগস্ট) শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার আশ্বাসে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আজকের মতো আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা, তবে অনুষদের মূল ফটকে এখনো তারা দিয়ে রেখেছে শিক্ষার্থীরা ।

আরও পড়ুন:

শিক্ষার্থীরা জানান, প্রাণী চিকিৎসা ও প্রাণী উৎপাদন, দুই ক্ষেত্রেই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করতে কম্বাইন্ড (বিএসসি ইন ভেট সাইন্স এন্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি) ডিগ্রি চালু করতে হবে। দেশে বর্তমানে ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিম্যাল হাজবেন্ড্রিকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হচ্ছে সাতটি বিশ্ববিদ্যালয়ে। সেখানে একটি মাত্র ডিগ্রিতে প্রাণী চিকিৎসা ও উৎপাদন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকায় গ্র্যাজুয়েটরা সরকারি ও বেসরকারি পর্যায়ে সবধরনের পদের জন্য আবেদন করতে পারছেন। অথচ বাকৃবিতে এখনো দুটি অনুষদ পৃথকভাবে থাকায় অ্যানিম্যাল হাজবেন্ড্রি গ্র্যাজুয়েটরা নিয়োগ বিজ্ঞপ্তিতে অবহেলিত হচ্ছে।

দাবী না মানা হলে আরও কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ইএ