গতকাল রাত ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন সমাজবিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থীর রুম্মানুল ইসলাম রাজ।
আরও পড়ুন:
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলেও তারা যেতে রাজি হননি। রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্টার, প্রক্টরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে অবস্থান কর্মসূচি করতে অনুরোধ জানান। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে আমরণ অনশনে অনড় থাকার ঘোষণা দেন।
এর আগে, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন শুরু করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কয়েকজন শিক্ষার্থী। রোববার (১৭ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর ফটক আটকে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দাবি করেন ছাত্র সংসদ না থাকলেও বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হয় সংসদ নির্বাচন বাবদ টাকা। গেলো দেড় দশকে এ অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকা বলেও জানান শিক্ষার্থীরা।