ডাকসু নির্বাচন: শিবির প্যানেলে ভিপি পদে সাদিক কায়েম, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দিন

ভিপি পদে সাদিক কায়েম, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দিন
ক্যাম্পাস
শিক্ষা
1

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে ভিপি পদে সাদিক কায়েম, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দিন অংশ নেবেন। আজ (সোমবার, ১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ব্রিফিংয়ে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে সহ সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম, যিনি সংগঠনটির সাবেক ঢাবি শাখার সভাপতি। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে সংগঠনটির ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সংগঠনটির ঢাবি শাখার বর্তমান সেক্রেটারি মহিউদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছাত্রশিবিরের প্যানেলে রয়েছে ৪ নারী প্রার্থীসহ চাকমা সম্প্রদায়ের শিক্ষার্থীও।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘সম্মিলিত প্যানেল দেয়ার চেষ্টা করেছি। নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেবে এ প্যানেল। ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য জোর দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন:

সাদিক কায়েম বলেন, ‘জুলাই শহিদদের আকাঙ্ক্ষা অনুযায়ী ইশতেহার ঘোষণা করা হবে এবং প্রাণবন্ত নির্বাচনের প্রত্যাশা করছি।’

এর আগে, গত ১২ আগস্ট ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

এসএইচ