৭ ঘণ্টা পর জবি প্রশাসনিক ভবনে তালা খুলে দিয়েছে শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস
শিক্ষা
0

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনে তালা অবশেষে খুলে দিয়েছে শিক্ষার্থীরা। এতে প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ থাকে উপাচার্য, কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও অনেকে।

গতকাল (রোববার, ২৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা অনুমোদন ও সম্পূরক বৃত্তির দুই দফা দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকেই আন্দোলন করে। পরে এক পর্যায়ে বিকেল ৩টা নাগাদ তালা দেয় প্রশাসনিক ভবনে।

পরে রাত ১০টার পর তালা খুলে দেয় শিক্ষার্থীরা। এরপর উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাইকে নিয়ে মিটিং করেন। শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে জানান, দাবি পূরণে কাজ করছে প্রশাসন।

শিক্ষার্থীরা বলছে, দাবি মানা না হলে আন্দোলন চলবে।

এসএস