এর আগে, গতকাল সন্ধ্যায় জাকসু নির্বাচন কমিশন ২৭৬ মনোনয়নপত্রের বিপরীতে ২৫৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। বাকি ২০ প্রার্থীর মনোনয়নপত্র নানা অসঙ্গতির জন্য বাতিল করা হয়।
বাদ পড়া দের মধ্যে ৬ জন নারী ও ১৪জন পুরুষ প্রার্থী রয়েছেন। নির্বাচন কমিশন জানায়, বাদ পড়া প্রার্থীরা আজ দুপুর ২টা পর্যন্ত আপিল করতে পারবেন এবং আগামীকাল ২৭ আগস্ট আপিলের শুনানি ও রায় শেষে আগামী ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। এদিকে প্রার্থিতা ফিরে পেতে আজ দুপুর ১২টা পর্যন্ত ১৪ জন প্রার্থী আপিল করেছেন।