কুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রভাব, ক্লাসে যায়নি শিক্ষার্থীদের একাংশ

কুয়েট ক্যাম্পাসের ছবি
ক্যাম্পাস
শিক্ষা
0

প্রকৌশলী অধিকার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রভাব পড়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ডিপার্টমেন্টে আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকাল থেকেই ক্লাসে যায়নি শিক্ষার্থীরা। তবে বেশ কয়েকটি ডিপার্টমেন্টে ক্লাস চলতে দেখা গেছে কুয়েটে।

শিক্ষার্থীরা বলছেন, প্রকৌশলী অধিকার আন্দোলনকারীদের সঙ্গে তারা সবাই একমত। তবে দীর্ঘ সময় কুয়েটের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার কারণে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস চলছে আজ। প্রকৌশলীদের অধিকার আদায়ে সব কর্মসূচি কুয়েটে পালন করা হবে বলেও জানান তারা।

আরও পড়ুন:

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচারসহ তাদের সব দাবি মেনে না নেয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন কুয়েট শিক্ষার্থীরা। 

এর আগে, বুধবার (২৭ আগস্ট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিকেলে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসএইচ