জাকসু নির্বাচনে যৌথ প্যানেল ঘোষণা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট-ছাত্র ইউনিয়নের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন
ক্যাম্পাস
শিক্ষা
0

ভিপি (সহ-সভাপতি) পদ খালি রেখেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে যৌথ প্যানেল ঘোষণা করেছে জাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন। তাদের প্যানেলের নাম সংশপ্তক পর্ষদ। আজ (শুক্রবার, ৩০ আগস্ট) জাকসু নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পরই আনুষ্ঠানিক প্রচারণায় নামেন প্রার্থীরা।

৩৩ বছর পর অনুষ্ঠিত যাওয়া এ নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৫টি পদে মোট ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যেই ছাত্রদল, ছাত্রশিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের প্রার্থীদের প্যানেল ঘোষণা করেছে। আজ দুপুরে আত্মপ্রকাশ করে বাম সমর্থিত এ সংশপ্তক পর্ষদ নামের প্যানেল।

আরও পড়ুন:

প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, অনেক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে উৎসবমুখর নির্বাচনের বিপরীত। এসময় শিবিরের প্রার্থীতা বাতিলের দাবি করেন তারা।

যেসব পদে প্রার্থী দেননি, সেসব পদে প্রগতিশীল আদর্শের প্রার্থীকে সমর্থন দেবেন এমন কথাও জানান তারা।

এসএস