কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা
ক্যাম্পাস
শিক্ষা
0

তিন দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল এখন বন্ধ রয়েছে। কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ করছেন তারা।

আজ (রোববার, ৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

তাদের দাবিগুলো হলো—

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে। এছাড়া কোনো ডিপ্লোমাধারীরা তাদের নামের পাশে কৃষিবিদ লিখতে পারবেন না।

ইএ