ডুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল: হামলা ও অপপ্রচারের প্রতিবাদে ক্যাম্পাসে প্রতিবাদ

ডুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল
ক্যাম্পাস
শিক্ষা
0

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে অপপ্রচার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা ও রংপুরে নেসকোতে মব সৃষ্টির প্রতিবাদে গাজীপুরে মশাল মিছিল করেছে ডুয়েটের শিক্ষার্থীরা। গতকাল (রোববার, ৩১ আগস্ট) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ডুয়েট নিয়ে অব্যাহতভাবে বুয়েট, কুয়েট, রুয়েট ও চুয়েটের শিক্ষার্থীরা কটূক্তি এবং ষড়যন্ত্র চালাচ্ছে। রংপুরে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে ডুয়েটের সাবেক শিক্ষার্থী ও নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেনকে মিথ্যা অভিযোগ দিয়ে অন্যত্র বদলি করানো হয়েছে।

আরও পড়ুন:

এ সময় তাকে দ্রুত স্বপদে ফিরিয়ে দিয়ে নেসকো কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দুঃখ প্রকাশ করার দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদ জানানো হয় সমাবেশ থেকে।

ইএ