১৩ বছর ধরে নিখোঁজ ইবির দুই শিক্ষার্থীর সন্ধানে প্রশাসনের কমিটি পুনর্গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই শিক্ষার্থী
ক্যাম্পাস
শিক্ষা
2

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল- মুকাদ্দাস ১৩ বছর ধরে নিখোঁজ থাকার ঘটনায় গঠিত ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি পুনর্গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ গতকাল (রোববার, ৩১ আগস্ট) এ কমিটি পুনর্গঠন করেন।

২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার সাভার থেকে নিখোঁজ হন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ এবং আল-ফিক্‌হ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী আল-মুকাদ্দাস। ২০২৫ সালের জানুয়ারিতে ইসলামিক ইউনিভার্সিটি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির মানববন্ধনের প্রেক্ষিতে তথ্য অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়, যা এবার পুনর্গঠিত হলো।

নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান শেখকে এবং সদস্য সচিব করা হয়েছে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোয়াজ্জেম হোসেনকে।

আরও পড়ুন:

কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. আ হুম তরীকুল ইসলাম (দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ), অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম (ছাত্র উপদেষ্টা), অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম (ইইই বিভাগ), অ্যাডভোকেট এস. এম. শাতিল মাহমুদ (কুষ্টিয়া জেলা জজকোর্ট)।

কমিটির আহ্বায়ক অধ্যাপক হান্নান শেখ জানান বর্তমানে অন্য একটি বিশ্ববিদ্যালয়ে ভাইভা বোর্ডে থাকায় বিস্তারিত জানেন না তিনি, তবে ক্যাম্পাসে ফিরে বিষয়টি খতিয়ে দেখবেন।

এসএস