আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) ষষ্ঠ দিনের মতো জাকসু নির্বাচনের প্রচারণায় এসব মন্তব্য করেছেন তারা। সকাল থেকে সব প্যানেলের প্রার্থীরাই প্রচারণায় নামেন।
যেসকল এলাকায় শিক্ষার্থী সমাগম ঘটে, সেসব জায়গায় শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন প্রার্থীরা। নিজেদের লিফলেট বিতরণের পাশাপাশি তুলে ধরেন নানা প্রতিশ্রুতি।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যাবলি অটোমেশনের আওতায় আনতে কাজ করার প্রতিশ্রুতি দেন ছাত্রশিবিরের প্রার্থী মাজহারুল ইসলাম। একটি ক্ষুদ্র গোষ্ঠী ছাত্রশিবিরকে সাংস্কৃতিক কার্যাবলির মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
অপরদিকে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী গবেষণায় বিনিয়োগের ঘাটতিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বড় সংকট বলে উল্লেখ করেন। নির্বাচনে জিতলে এ সমস্যা নিরসনে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।