আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) দুপুরে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন শাহরিয়ার মোর্শেদ খান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শাহরিয়ার মোর্শেদ খান কেন্দ্রীয় সংসদে মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানিয়েছেন।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি স্বতন্ত্রভাবে এ পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের ভোট ও আস্থার মাধ্যমেই আমি জয়ী হতে পারব বলে আশাবাদী।’
উল্লেখ্য আজই ছিলো রাকসু নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন। শেষ দিনে বিভিন্ন ৪৬টিসহ, এ পর্যন্ত বিভিন্ন পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ৪৬৬টি। যেখানে রাকসুর ২৩ পদের জন্য ৩৮২টি ও সিনেটের ছাত্র প্রতিনিধির ৫টি পদের জন্য ৮৪টি ফরম উত্তোলন করেছেন।