তিনি জানান, গতকালের আলোচনার ব্যাপারে দু’পক্ষের স্বাক্ষরে একটি লিখিত ডকুমেন্ট করে সিন্ডিকেটে এজেন্ডা হিসেবে পাঠানোর জন্য শিক্ষার্থীদের আলোচনায় বসার জন্য আহ্বান করা হয়।
ড. মো. শহীদুল হক বলেন, ‘সকাল থেকে শিক্ষার্থীদের বারবার আলোচনায় বসতে বললেও তারা না আসায় এজেন্ডা তৈরি করা যায়নি। ফলে সিন্ডিকেট সভা হয়নি। এতে সংকট সমাধানে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।’
তবে আন্দোলনরত শিক্ষার্থী এ এন এম এহসানুল হক হিমেল জানান, শিক্ষার্থীরা সহায়তা করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা রাখেনি।
আরও পড়ুন:
মঙ্গলবার রাতের সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৫টার মধ্যে সিন্ডিকেট সভা করে হল ছাড়ার নোটিশ প্রত্যাহার ও সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা অ্যাকাডেমিক হয়রানি করা হবে না মর্মে লিখিত স্টেটমেন্ট দেয়ার কথা থাকলেও দেয়া হয়নি।
লিখিত স্টেটমেন্ট দেয়ার আগে আলোচনায় বসবে না শিক্ষার্থীরা। আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানায় শিক্ষার্থীরা।
এদিকে অ্যানিমেলহাজবেন্ড্রি এবং ভেটেরিনারী অনুষদের কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে গত রোববার রাত থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের হল ছাড়তে নোটিশ দেয়া হলেও অনেক শিক্ষার্থী হল ছাড়েনি।