প্রক্টরের পদত্যাগ দাবি ও সহকারী প্রক্টরকে হেনস্তার প্রতিবাদে চবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন
এখন জনপদে , ক্যাম্পাস
শিক্ষা
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগ দাবি, সহকারী প্রক্টরকে হেনস্তার প্রতিবাদসহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদের কয়েকটি সংগঠন।

আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে সংগঠনগুলো। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রীকে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে প্রক্টর ও রেজিস্ট্রারের এর বিরুদ্ধে বিক্ষোভ করে ছাত্রদল।

একই সময়ে প্রক্টরের পদত্যাগ দাবি করে বিক্ষোভ স্লোগান দেয় বাম সংগঠনের নেতাকর্মীরা। অল্প কিছু দূরেই সহকারি প্রক্টরকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীদের একটি অংশ৷ এতে প্রশাসনিক ভবনের সামনে ত্রিমুখী অবস্থান ও উত্তেজনা তৈরি হয়।

আরও পড়ুন:

এর আগে স্থানীয় এক জামায়েত নেতা বিশ্ববিদ্যালয় এলাকার জমিদার দাবি করা নিয়ে অসন্তোষ তৈরি হয় ছাত্রদের মাঝে। তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে দেয়াল লিখন করার সময় ওই দুই ছাত্রীকে ভয় ভীতি দেখানোর অভিযোগ ওঠে প্রশাসনের বিরুদ্ধে।

এ নিয়ে গতকাল রাতে বিবৃতিও দিয়েছে চবি ছাত্রদল।

সেজু