চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে অনাকাঙ্ক্ষিত বক্তব্য: উপজেলা জামায়াত আমিরকে অব্যাহতি

চট্টগ্রাম
উপজেলা জামায়াত আমির
এখন জনপদে , ক্যাম্পাস
শিক্ষা
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আপত্তিকর মন্তব্য করায় হাটহাজারী উপজেলা আমির সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) বিকেলে উত্তর জেলার এক জরুরি কর্মপরিষদ সভায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলটির উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আপত্তিকর মন্তব্য করায় হাটহাজারী উপজেলা আমির সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) বিকেলে উত্তর জেলার এক জরুরি কর্মপরিষদ সভায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলটির উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার।

বিবৃতিতে জানানো হয়, কিছুদিন আগে সিরাজুল ইসলাম একটি সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈত্রিক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত-এমন বক্তব্য দেন। সভায় তিনি আরও বলেন, আমরা জমিদার, জমিদারের উপর কেউ হস্তক্ষেপ করবে এটা আমরা মেনে নেব না।

আরও পড়ুন:

এমন মন্তব্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরও। বিবৃতিতে জানানো হয়, এ বক্তব্য সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এটি তার ব্যক্তিগত মন্তব্য ও নিজস্ব বক্তব্য। এ বক্তব্যের সাথে দল একমত নয়, এটি বিনয়ের পরিপন্থি।

এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে অতীত ঐতিহ্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল যা আগামীতেও থাকবে। এটাই সবার প্রত্যাশা।

এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা হতাহত হয়েছেন বাড়ি ও সম্পদের ক্ষতি হয়েছে তাদের প্রতি সমবেদনা জানানো হয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে দলটির নেতারা।

সেজু