আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগেও হাইকোর্টের আরেকটি বেঞ্চ সিজারের রিট কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়।
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতির করে ডাকসুর নির্বাচন কমিশন। এরপর দুই দফা রিট করেও কোনো আদেশ পাননি সিজার।
আরও পড়ুন:
এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বহাল থাকলো। তবে সিজার দাবি করেছেন, তাকে অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে।
এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের প্রার্থী অমর্ত্য রায় প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন। মঙ্গলবার শুনানি করার কথা জানিয়েছেন আইনজীবী।