‘আমার ভোটটি গেল কই’ অভিযোগ তুলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন
ক্যাম্পাস
শিক্ষা
0

ডাকসুর কেন্দ্রীয় সদস্য পদে প্রার্থীতা করা শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী মো. সজিব হোসেন ‘আমার ভোটটি গেল কই’ অভিযোগ তুলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছেন। একইসঙ্গে ডাকসু ফর চেঞ্জ প্যানেলের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রার্থী রাকিব হোসেন গাজীও নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন।

আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে সজিব হোসেন অভিযোগ করেন, নির্ধারিত কার্জন হল কেন্দ্রে জিএস পদে যে প্রার্থীকে তিনি ভোট দিয়েছেন, তার ভোট ফলাফলে গণনা হয়নি। নিয়মমাফিক ভোট প্রদানের পরও তার প্রার্থীর ফলাফলে শূন্য ভোট দেখাচ্ছে। তিনি দাবি করেন, ভোট বাতিল হলে তা জানানো এবং যৌক্তিক কারণ প্রদর্শনের সুযোগ দেয়া হোক।

আরও পড়ুন:

অন্যদিকে রাকিব হোসেন গাজী অভিযোগ করেছেন, নির্বাচনে প্রার্থীদের স্লিপ বিতরণে নিয়ম ভঙ্গ হয়েছে, বিভিন্ন প্রার্থীর প্রতি কমিশনের আচরণ অমিল এবং প্রচারণায় একাংশ প্রার্থী বা গোষ্ঠীকে অযৌক্তিক সুবিধা দেয়া হয়েছে।

দুই প্রার্থীই জানিয়েছেন, এ বিষয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেবেন।

সেজু