এবার জাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্রসংসদের শিক্ষার্থী ঐক্য ফোরাম, ছাত্রশিবিরের সমন্বিত শিক্ষার্থী জোট, ছাত্রদলের নিজস্ব প্যানেল, বামপন্থিদের তিনটি ও স্বতন্ত্র প্রার্থীদের দুটি প্যানেলসহ মোট ৮টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে মোট প্রার্থী রয়েছেন ১৭৮ জন। জাকসু নির্বাচনে ভোট গ্রহণের জন্য ২১টি হলকে ভোটকেন্দ্র করা হয়েছে। এসব কেন্দ্রে তৈরি করা হয়েছে ২২৪টি বুথ।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ৬৭ জন পোলিং অফিসার এবং কর্মকর্তাদের মধ্য থেকে ৬৭ জন সহায়ক পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। ভোটগ্রহণ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা করা হবে ভোট। গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে আজ।
এদিকে, গতকাল (বুধবার, ১০ সেপ্টেম্বর) রাতে ছাত্রশিবির ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে মারুফ মল্লিক ও নাজমুল হাসান অভি নামের দু’জন বিএনপি কর্মীর গোপন বৈঠকের অভিযোগ করলে এ অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. রাশিদুল আলম জানান বিষয়টি ভিত্তিহীন। শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করা হয়েছে।