সন্ধ্যা ৭টায় জাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে: প্রধান নির্বাচন কমিশনার

জাকসুর প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান
ক্যাম্পাস
শিক্ষা
2

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা দুপুর ২টার মধ্যে শেষ হবে, কিন্তু সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে একথা জানান তিনি।

এর আগে আজ দুপুর ২টায় জাকসু নির্বাচনের ফল প্রকাশ করার কথা জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলম। বেলা সাড়ে ১১ টার দিকে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় সংসদের ১৮টি হলের ফলাফল তাদের হাতে এসে পৌঁছেছে।’

আরও পড়ুন:

৩৩ বছর পর জাকসু নির্বাচন হওয়ায় যাতে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না হতে পারে, সেজন্য সময় বেশি লাগছে বলেও জানান তিনি।

গতকাল (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ গণনা শুরু হয়। এর আগে হল সংসদের ভোট গণনা করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ।

সেজু