জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে

জাকসুর ফল ঘোষণা অনুষ্ঠান
ক্যাম্পাস
শিক্ষা
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। ফল ঘোষণা অনুষ্ঠানে অপেক্ষা করছেন প্রার্থী ও শিক্ষার্থীরা।

আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে ভোট গণনা সম্পন্ন হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।

আরও পড়ুন:

গত বৃহস্পতিবার জাকসুর ভোটগ্রহণ করা হয়। ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স নেওয়া হয় সিনেট হলে। সেখানে প্রায় ৪০ ঘণ্টা ধরে ভোট গণনা চলে।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় জাকুসর ভোট গ্রহণ। ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন রাত সোয়া ১০টায় শুরু হয় গণনা। আর আজ বেলা আড়াইটার পরে শেষ হলো ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হয়।

ভোট গণনা শেষ হওয়ার সময়সীমা ও নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে দু’দিন ধরে কয়েক দফায় প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন:

নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় কবি কাজী নজরুল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক বিকেল ৩টার দিকে জানান, সব হলের ভোট গণনা শেষ হয়েছে। সর্বশেষ তার হলের ভোট গণনা বাকি ছিল, সেটাও শেষ হয়েছে।

জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ। জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।

আসু