জাকসুর ২৫ পদে ২০টি পেয়ে শিবিরের নিরঙ্কুশ জয়

বাম থেকে জিএস মাজহারুল, এজিএস ফেরদৌস ও মেঘলা
ক্যাম্পাস
শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের পর এবার জাকসুতেও নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জাকসুর ২৫টি পদের মধ্যে ভিপি, তিনটি সম্পাদকীয় ও একটি কার্যকরী সদস্যপদ ছাড়া বাকি ২০টি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেল নিরুঙ্কুশ জয়লাভ করেছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই জয়লাভ করে শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।

আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ফল ঘোষণা করে। এতে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু। নির্বাচনে তিনি ৩ হাজার ৩৩৪টি ভোট পেয়েছেন।

আরও পড়ুন:

জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির প্যানেল সমর্থিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম ও এজিএস পদে (পুরুষ) ছাত্রশিবির প্যানেলের ফেরদৌস আল হাসান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মাজহারুল পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট আর ফেরদৌস ভোট পেয়েছেন ২ হাজার ৩৫৮টি।

এছাড়া নারী এজিএস পদে ছাত্রশিবির প্যানেল থেকে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছে। তিনি ভোট পেয়েছেন ৩৪০২টি। আনুষ্ঠানিক ফল ঘোষণার শুরুতে হল সংসদের ফল ঘোষণা করা হয়। একে একে ২১টি হল সংসদের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

একনজরে জাকসু নির্বাচনের ফল:

১. ভিপি- আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল), ভোট: ৩৩৩৪

২. জিএস- মো: মাজহারুল ইসলাম (শিবির প্যানেল) (৯ জন প্রতিদ্বন্দ্বী ছিল এই পদে), ভোট: ২৯৩০

৩. এজিএস (পুরুষ)- ফেরদৌস আল হাসান (শিবির প্যানেল), ভোট: ২৩৫৮

৪. এজিএস (নারী)- আয়েশা সিদ্দীকা মেঘলা (শিবির প্যানেল), ভোট: ৩৪০২

৫. শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল), ভোট: ২৪২৮

৬. পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর (শিবির প্যানেল), ভোট: ২১১১

৭. সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল), ভোট: ১৭০৯

৮. সাংস্কৃতিক সম্পাদক- মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), ভোট: ২০১৮

৯. সহ সাংস্কৃতিক সম্পাদক- মো. রায়হান উদ্দীন (শিবির প্যানেল), ভোট: —

১০. নাট্য সম্পাদক- মো. রুহুল ইসলাম (শিবির প্যানেল), ভোট: ১৯২৯

১১. ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র), ভোট: ৫৭৭৮

১২. সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল), ভোট: ১৯৭৬

১৩. সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান (শিবির প্যানেল), ভোট: ২১০৫

১৪. তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল), ভোট: ২৪৩৬

১৫. সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস), ভোট: ১৬৯০

১৭. সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল), ভোট: ২৪৪২

১৮. স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক (শিবির প্যানেল), ভোট: ২৬৫৩

১৯. পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান (শিবির প্যানেল), ভোট: ২৫১৯

২০. কার্যকরী সদস্য

পুরুষ-১: মো আলি চিশতী (বাগছাস)

পুরুষ-২: মো. আবু তালহা (শিবির প্যানেল)

পুরুষ-৩: তরিকুল ইসলাম (শিবির প্যানেল)

নারী-১: নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল), ভোট: ২৭০০

নারী-২: ফাবলিহা জাহান নাজিয়া (শিবির প্যানেল), ভোট: ২০৭৫

নারী-৩: নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল), ভোট: ৩০১৪

এএইচ