‘জাকসুর আমানত নিয়ে কাজ করে পরবর্তী নির্বাচন দিতে পারলেই আমাদের বিজয়’

জাকসু নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম
ক্যাম্পাস
শিক্ষা
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম জানিয়েছেন, এ নির্বাচনের জয়কে আমানত ও দায়িত্ব হিসেবে নিয়ে কাজ করে পরবর্তী জাকসু নির্বাচন দিতে পারলেই তাদের বিজয় আসবে।

আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণার পর পরই ক্যাম্পাসে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। সেখানে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা এই আমানত ও দায়িত্ব নিয়ে কাজ করে পরবর্তী জাকসু নির্বাচন দিতে পারলেই আমাদের বিজয় আসবে। আমাদের ২০ জনকে শিক্ষার্থীরা যে দায়িত্ব দিয়েছে তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো।’ এ সময় তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

জাকসুর নবনির্বাচিত এই জিএস বলেন, ‘আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের যে নিরঙ্কুশ বিজয়, এ বিজয় শুধু আমাদের নয়, এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ের সকল শিক্ষার্থীর।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমরা মনে করি, আমরা আজ বিজয় অর্জন করিনি। আমরা তখনই বিজয় অর্জন করবো, যেদিন আমরা আমাদের জাকসু থেকে দায়িত্ব পালন শেষ করে পরবর্তী জাকসু অনুষ্ঠিত করতে পারবো। যেদিন শিক্ষার্থীরা আমাদের স্বীকৃতি দেবে যে, আমরা আমাদের দায়িত্ব যথাযতভাবে পালন করতে পেরেছি। এ ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি, সেই দিন আমরা বলতে পারবো— আমরা বিজয় অর্জন করতে পেরেছি।’

বিগত সময়ের নিপীড়ন ও অন্যায়ের প্রসঙ্গ তুলে ধরে মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা যারা জেন-জি প্রজন্ম রয়েছি, তারা কখনো এদেশে সুষ্ঠু নির্বাচন দেখিনি। আমাদের ভোটাধিকার দীর্ঘ সময় হরণ করে রাখা হয়েছিল। আমাদের কণ্ঠকে রুদ্ধ করে রাখা হয়েছিল। ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী রেজিম তারা বরাবরই চেয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ন্যায়ের পক্ষে কথা বলতে না পারে। শিক্ষার্থীরা যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে। সেজন্য এত দীর্ঘ সময় এ শিক্ষার্থী সংসদ নির্বাচন বন্ধ ছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, বিনির্মাণের স্বপ্ন দেখেছি, সাম্য ও ন্যায়ের স্বপ্ন দেখছি সে জায়গায় আজ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

ইএ