এছাড়াও আজ থেকে রাকসু নির্বাচনের প্রচারণা কার্যক্রম শুরু হলো। সকাল থেকেই প্রার্থীরা অপেক্ষায় ছিলেন চূড়ান্ত তালিকার জন্য। চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে বিকেল ৩ টায় নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত থেকে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর ঘোষণা দেন।
উৎসব মুখর পরিবেশে শেষ হয় ব্যালট নম্বর বণ্টন। লটারির মাধ্যমে ব্যালট নম্বর পেয়ে খুশি প্রার্থীরা। চূড়ান্ত তালিকা প্রকাশের পরপরই শুরু হয় নির্বাচনি প্রচারণা। নিজেদের প্রচারণার জন্য প্রস্তুতির কথাও জানান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
এদিকে রাকসু নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি ওএমআরের মাধ্যমে ভোট নেয়া হবে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।
রাকসু নির্বাচনে ২৮ হাজার ৯০১ জন শিক্ষার্থী চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। প্রকাশিত তালিকার তথ্যানুযায়ী, কেন্দ্রীয় সংসদে ২৪৭ জন প্রার্থী, সিনেটে ৫৮ জন ও ১৭ টি আবাসিক হলে ৫৯৭ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবে।