সমাবর্তনকে ঘিরে মতিহার সবুজ চত্বর সেজেছে নতুন সাজে। আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে বেলুন ফেস্টুন উড়িয়ে সনদপত্র ও ডিগ্রি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
সমাবর্তন উপলক্ষে সকাল থেকেই কালো গাউন আর বিশেষ টুপি পড়ে ক্যাম্পাসে আসেন গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। নিজ নিজ বিভাগ, টুকিটাকি চত্বর, প্যারিস রোড, সাবাশ বাংলাদেশ ভাস্কর্যসহ গুরুত্বপূর্ণ স্থানে স্মৃতিচারণ ও সেলফি তোলেন তারা। সমাবর্তনে এসে কেউ কেউ হারিয়ে যান একাডেমিক সেই দিনগুলোতে।
তবে সমাবর্তনে গ্র্যাজুয়েটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার কথা থাকলেও শিক্ষার্থীদের একাংশ সমাবর্তনস্থল ত্যাগ করেন। তারা আপত্তি তোলেন সমাবর্তনের অতিথি ও সময়সীমা নিয়ে।
সমাবর্তনে বক্তারা গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা বলেন, নাগরিক সম্পৃক্ত কেবল ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকেনা, সততা,সমালোচনার চিন্তা ধারণ করে। দেশ জাতির উন্নয়নের জন্য সকলকে সৎভাবে দায়িত্ব পালন করার আহবানও করা হয়।
বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনে অংশ নেন ৫ হাজার ৯৬৯ জন গ্র্যাজুয়েট ও গবেষক। এতে উপস্থিত ছিলেন ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রিধারীরা।





