আজ (বৃহস্পতিবার, ২৯ মে) সকাল থেকেই মানিকগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় ঝড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত শুরু হয়। এতে নদীর পানিতে প্রবল ঢেউ ও অস্থরিতা দেখা দিলে যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে লঞ্চ চলাচল সাময়কিভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানজার পান্নালাল নন্দী জানান, সকাল সোয়া ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বাতাসের গতি বাড়ার পাশাপাশি বৃষ্টিপাত শুরু হওয়ায় নদীতে ঢেউয়ের তীব্রতা বাড়ছে। ফলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই পদক্ষপে নিয়েছি। পরিস্থিতি স্বাভাবকি হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।
এদিকে, নৌরুটে চলাচলকারী যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রী ঘাটে এসে বিপাকে পড়েন। তবে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের যাতায়াত সহজ করতে বিকল্প হিসেবে ফেরিগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে নদ-নদীতে পানি বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। এ অবস্থায় নদীপথে চলাচলে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।