দেশের প্রধান সব নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

বন্যায় ক্ষতিগ্রস্ত নদীর পাড়
পরিবেশ ও জলবায়ু
0

দেশের প্রধান সব নদ ও নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ১১৬টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে ৯৭টির পানি সমতল কমেছে। অপরদিকে ১৭টি স্টেশনের পানি সমতল বেড়েছে। অপরিবর্তিত রয়েছে ২টি নদীর পানি সমতল স্টেশন।

অববাহিকা ভিত্তিক নদ-নদীর পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীতে পানির স্বাভাবিক জোয়ার বইছে।

দেশের আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী আগামী তিনদিন বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। এসময় নদীর স্বাভাবিক জোয়ার থাকতে পারে।

এদিকে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল কমছে, যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরবর্তী ৪ দিন স্থিতিশীল থাকতে পারে। একইভাবে পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে এবং পাঁচদিন পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল কমছে, যা তিনদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।—বাসস

এএইচ