অববাহিকা ভিত্তিক নদ-নদীর পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীতে পানির স্বাভাবিক জোয়ার বইছে।
দেশের আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী আগামী তিনদিন বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। এসময় নদীর স্বাভাবিক জোয়ার থাকতে পারে।
এদিকে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল কমছে, যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরবর্তী ৪ দিন স্থিতিশীল থাকতে পারে। একইভাবে পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে এবং পাঁচদিন পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল কমছে, যা তিনদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।—বাসস