আজ (সোমবার, ২৫ আগস্ট) দুপুর দু’টায় বরিশালে পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলীয় প্রধান প্রকৌশলীর সভাকক্ষে, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বিভিন্ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত ৯০টি প্রকল্প মূল্যায়ন উপলক্ষে আলোচনা সভায় এ কথা জানান তারা।
সভায় বরিশালের পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ‘শিল্পায়নের ফলে পরিবেশ উত্তপ্ত হয়েছে। মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে।’
এসময় পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ সহিদুল আলম বলেন, ‘একই কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বনায়ন ধ্বংস হচ্ছে, বরফ গলছে, বৃষ্টিপাত বাড়ছে। এসব কারণে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশের মতো ছোট ভূখণ্ড পানিতে একটা অংশ তলিয়ে যাবে। প্রতিরোধে বিকল্প ব্যবস্থা নিলে এ আশঙ্কা কমতে পারে।’
সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাভেদ ইকবাল , পরামর্শক প্রতিষ্ঠান হাউজ অফ কনসালটেন্ট এর প্রকৌশলী মাহফুজুর রহমানসহ আরও অনেকে।