নিম্নচাপের প্রভাবে খুলনায় বৃষ্টি, সড়কে ভোগান্তি

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় খুলনায় ভোর থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আজ (বৃহস্পতিবার, ২৯ মে) নগরীতে সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের। বৈরী আবহাওয়ার কারণে সড়কে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

বৃষ্টির কারণে ক্ষুদ্র ব্যবসায়ীসহ নিম্ন আয়ের মানুষের আয় কমেছে অনেকটা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জলাবদ্ধতা না হলেও কাদা পানিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। 

এদিকে, হঠাৎ আবহাওয়া পরিবর্তনে অনেকে জ্বর, সর্দি, কাশিসহ নানা সমস্যায় ভর্তি হচ্ছেন হাসপাতালে। 

খুলনায় আজ দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি মোংলা বন্দরসহ সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে।

এসএইচ