চলছে পৌষ মাস। বাড়ছে শীতের তীব্রতা। মধ্যাহ্নেও ঢাকার আকাশে মিলছে না সূর্যের দেখা। শনিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে নগরীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা। আর এতেই ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
গাড়িচালকেরা জানান, তারা তীব্র শীতের কারণে গাড়ি চালাতে পারছেন না। সংসার চালাতে শীতের মধ্যেই রাস্তায় নেমেছেন তারা।
আবহাওয়া অফিস বলছে, জানুয়ারি মাসজুড়েই থাকবে শীতের প্রকোপ। চলতি সপ্তাহের শেষের দিকে সামান্য উন্নতি হতে পারে তাপমাত্রার পারদের।
আরও পড়ুন:
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ‘এখন যে পরিস্থিতি আছে কম বেশি এমনই থাকবে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। হয়তো ৪ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা ওঠা-নামা করবে না। এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা ওঠা-নামা করতে পারে।’
এদিকে, চলতি মাসেই দেশজুড়ে দুটি বড় ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ‘এ মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তীব্র শৈত্যপ্রবাহ যখন হবে তখন তাপমাত্রা ছয় থেকে চার ডিগ্রির মধ্যে থাকবে। আর মাঝারি শৈত্যপ্রবাহ যখন হবে তখন তাপমাত্রা থাকবে আট থেকে ছয় ডিগ্রি।’
রাজধানীর তাপমাত্রা আগামী দুই একদিন এমনই থাকার পূর্বাভাস রয়েছে।





