ঘোষণার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশিরা বৈধভাবে রেমিট্যান্স পাঠিয়ে ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন না। হুন্ডির প্রভাব কমাতে এবং রেমিটেন্সের চাকা সচল রাখতে প্রণোদনামূলক সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি সৌদি প্রবাসীদের।
২০১৯ সালে, বাংলাদেশ সরকার প্রবাসীদের আয়ের জন্য দুই শতাংশ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে তারা তাদের কষ্টার্জিত অর্থ বৈধভাবে দেশে পাঠাতে উৎসাহিত করে।
গত বছর প্রণোদনার হার আড়াই শতাংশ বাড়ানো হয়েছিল। সরকারের নতুন সিদ্ধান্তে বৈধ পথে রেমিটেন্স পাঠালে ৫ শতাংশ প্রণোদনা পাওয়া যাবে। যার অর্ধেক দেবে সরকার, রেমিট্যান্স সংগ্রহকারী ব্যাংকগুলো থেকে বাকি অর্ধেক পাবে।
তবে সরকারের ঘোষণার তিন সপ্তাহ পার হলেও নতুন সিদ্ধান্তটি বাস্তবায়ন হয়নি। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা বলছেন, ব্যাংকগুলো থেকে অতিরিক্ত আড়াই শতাংশ প্রণোদনা পাচ্ছে না। তাই বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া চালু রাখতে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান তারা।
এক সৌদি প্রবাসী বলেন, 'সরকার সব ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে যে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে আমরা তা পাচ্ছি না। সব ব্যাংকের মাধ্যমে প্রণোদনা চালু হলে আমরা উপকৃত হব।'
সৌদি প্রবাসীরা আশা করছেন, অতিরিক্ত প্রণোদনার সিদ্ধান্ত কার্যকর হলে বৈধ মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়বে এবং হুন্ডির প্রভাব কমবে।