সৌদির মরুর বুকে চট্টগ্রামের 'মেজ্জান'

প্রবাস
0

মরুর বুকে, এ যেন এক খণ্ড চট্টগ্রাম। চট্টগ্রাম সমিতি রিয়াদের আয়োজনে, জনদরিয়া নাওয়ারাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী চাটগাইয়া মেজ্জান ও চট্টগ্রামবাসী বা চাটগাবাসীর মিলনমেলা।

ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি রিয়াদের সকল কার্যক্রম এবং ঐতিহাসিক স্থান প্রর্দশনের পাশাপাশি ছিল জমকালো আয়োজনে। এতে অংশ নিয়ে উচ্ছ্বসিত প্রবাসীরাও।

আয়োজকরা বলেন, চট্টগ্রাম সমিতি রিয়াদের মাধ্যমে চেষ্টা করবো মানবসেবা করার।

|undefined

মেজ্জানে প্রধান অতিথি ছিলেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। চট্টগ্রাম প্রবাসীদের জন্য আগামীতে বন্দরনগরী থেকে প্রতি সপ্তাহে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তা সমাধানের আশ্বাস দেন তিনি। এছাড়া প্রবাসীদের সকল সুযোগ সুবিধায় দূতাবাস সবসময় পাশে রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।

ঐতিহাসিক চাটগাইয়া মেজ্জানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা–কর্মচারী, রিয়াদের রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনসহ বিপুল সংখ্যক চাটগাইয়া প্রবাসী।