প্রবাসী বাংলাদেশিদের অসমাপ্ত শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। সৌদি আরব, কাতার, কুয়েত, ইতালি ও দক্ষিণ কোরিয়ার পর, এবার সংযুক্ত আরব আমিরাতেও তাদের কার্যক্রম চালু করেছে। এরইমধ্যে এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে মানবিক ও ব্যবসা শিক্ষায় ভর্তি প্রক্রিয়া শুরু করেছে বাউবি।
এর আওতায় দেশটিতে কর্মরত ও বসবাস করা বাংলাদেশি বা বংশোদ্ভূতরা পড়াশোনার সুযোগ পাবেন। এর জন্য ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন প্রবাসীরা। এসএসসি ১ম বর্ষের জন্য এককালীন গুণতে হবে ৫১৫ দিরহাম। এছাড়া এইচএসসি ১ম বর্ষের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৬৬০ দিরহাম। শিক্ষার্থীরা জনতা ব্যাংক দুবাই শাখায় বাউবি'র অ্যাকাউন্টে এই ফি জমা করে সেই রশিদের মূল কপি ও অনলাইন ভর্তির আবেদন কপি দুবাই বাংলাদেশ কনস্যুলেটের শিক্ষা উইংয়ে জমা দিতে হবে।
দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব মো. আরিফুর রহমান বলেন, 'শিক্ষার্থীদের যে নিজেরই এসে টাকা দিতে হবে এমন না। অন্য কারও মাধ্যমে নির্দিষ্ট একাউন্টে টাকা জম দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে পারবে।'
শিক্ষাগত দিক থেকে পিছিয়ে থাকায় অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় কম মজুরিতে কাজ করতে হয় বাংলাদেশিদের। অনেকে আবার এসএসসি শেষ করে বা এইচএসসি অধ্যায়নরত অবস্থায় প্রবাসী হচ্ছেন। এ অবস্থায় চলমান শিক্ষা কার্যক্রমের সঙ্গে ডিগ্রি বা সমমান শিক্ষা কার্যক্রম চালুর দাবি প্রবাসীদের।
আর তাহলেই প্রবাসে বাউবির অগ্রযাত্রা ফলপ্রসু হবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে পড়ালেখা শেষে প্রতিযোগিতার বাজারে নিজেদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ পাবেন রেমিট্যান্স যোদ্ধারা। বাড়বে কর্মস্থলে পদোন্নতির সুযোগ।
একজন আমিরাত প্রবাসী বলেন, 'এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চালু করায় আমি অনেক খুশি। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এখানে অনার্স এবং ডিগ্রী চালু করা হলে আমাদের জন্য আরও ভালো হবে।'
আমিরাত ছাড়াও একইভাবে এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পাববেন সৌদি আরব, কাতার, কুয়েত ও ইতালি প্রবাসীরা। আর দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা ভর্তি হতে পারবেন এইচএসসি প্রোগ্রামে।