ইয়েমেনে দফায় দফায় বিমান হামলা সৌদি আরবের, নিহত ২০

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইয়েমেনের হাদরামাউত প্রদেশে বিচ্ছন্নতাবাদী গোষ্ঠী, এসটিসির ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। সৌদি সীমান্তবর্তী ওই প্রদেশটিতে হামলায় এখনও পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে আগামী দুই বছরের মধ্যে হাদরামাউতকে স্বাধীন ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে এসটিসি। আর সংঘাত বন্ধে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনার প্রস্তাব সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

ইয়েমেনের হাদরামাউত মরুভূমিতে একের পর এক সৌদি বিমান হামলায় ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে বিচ্ছন্নতাবাদী গোষ্ঠী, এসটিসির যোদ্ধারা। চলছে পাল্টা হামলাও।

ঘটনার সূত্রপাত গেল ডিসেম্বরে। সৌদি সীমান্তবর্তী ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হাদরামাউতের দখল নিতে শুরু করে বিচ্ছন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল, এসটিসি। এসময় খনিজ তেল সমৃদ্ধ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এই প্রদেশ থেকে এসটিসিকে ঘাঁটি সরিয়ে নিতে বলে সৌদি আরব। এর জেরে গেল গেল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইয়েমেন থেকে বাহিনী প্রত্যাহার ও বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা বন্ধে আরব আমিরাতকে বার্তা পাঠায় সৌদি আরব।

এ আহ্বানে সাড়া দিয়ে শুরুতে আংশিক ও শুক্রবার (২ জানুয়ারি) ইয়েমেন থেকে সব সৈন্য প্রত্যাহার করেছে আবুধাবি। কিন্তু সৌদিদের হুঁশিয়ারি আমলে নেয়নি সংযুক্ত আরব আমিরাতেরই মদদপুষ্ট সংগঠন এসটিসি। এর জেরে অর্থনৈতিক ও কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ ওই প্রদেশে থেকে বিচ্ছিন্নতাবাদীদের হটাতে শুক্রবার সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন হাদরামাউতের গভর্নর। সামরিক ঘাঁটি পুনরুদ্ধারে শান্তিপূর্ণ অভিযান চালানো হবে বললেও দৃশ্যপট ছিল ভিন্ন। এ ঘোষণার কয়েক ঘণ্টা পর এসটিসির যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি আরব।

আরও পড়ুন:

শুক্রবার সাইয়ুন পাবলিক হাসপাতালের সূত্র চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে জানায়, শুক্রবারের হামলার পর বেশ কয়েকটি মরদেহ আনা হয়েছে সেখানে। একই সময়ে এসটিসি সমর্থিত চ্যানেল এআইসি জানায়, সাইয়ুন বিমানবন্দর ও আশপাশের আবাসিক এলাকায় ব্যাপক হামলা চালিয়ে একই পরিবারের বেশ কয়েকজনকে হত্যা করেছে সৌদি আরব।

আকস্মিক এ হামলার কারণে হাদরামাউতের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে বহু পরিবার।

২০১৭ সালে সংগঠিত হওয়ার পর দক্ষিণ ইয়েমেনের স্বায়ত্তশাসন ও শেষ পর্যন্ত স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল। এই হামলার জেরে এবার আগামী ২ বছরের মধ্যে হাদরামাউত স্বাধীন করতে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে ইয়েমেনি বিচ্ছন্নতাবাদী সংগঠনটি।

সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান আইদারুস আল-জুবাইদি বলেন, ‘দুই বছর মেয়াদি একটি অন্তর্বর্তী সময়ের সূচনা করছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলে আহ্বান, দক্ষিণ ও উত্তরের কর্তৃপক্ষের মধ্যে সংলাপ আয়োজন করুন। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের জনগণের অধিকার নিশ্চিত করা হবে। এর ধারাবাহিতায় আয়োজিত হবে গণভোট।’

গেল ডিসেম্বরে হাদরামাউত ও পূর্বাঞ্চলীয় আল-মাহরাহ প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়ার পর ইয়েমেন সরকার ও এসটিসির মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ফলে, সীমান্তবর্তী ও জ্বালানি সম্পদে পরিপূর্ণ এই অঞ্চলকে রেড লাইন হিসেবে বিবেচনা করা করছে সৌদি আরব। বর্তমান পরিস্থিতি যেন দীর্ঘমেয়াদি সংঘাতে পরিণত না হয়, তাই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

এসএস