আমিরাতে তিনশ' প্রতিযোগী নিয়ে কোরআন প্রতিযোগিতা শুরু

প্রবাস
0

সংযুক্ত আরব আমিরাতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছে কোরআন প্রতিযোগিতা। পবিত্র রমজান উপলক্ষে দেশটিতে বসবাসরত বাংলাদেশি শিশু-কিশোররা এই তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান। প্রায় ৭ বছর ধরে প্রতিযোগিতার যৌথ আয়োজন করে আসছে বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএই, আমিরাত সংবাদ, ইয়াকুব সুনিক ফাউন্ডেশন ও বাংলাদেশ স্পোর্টস ক্লাব।

গত বৃহস্পতিবার রাতে দেশটির শারজাহস্থ বাংলাদেশ সমিতির হল রুমে এবারের আসরের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শারজাহ বাংলাদেশ সমিতির সভাপতি আলহাজ্ব এম এ বাশার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব জাকির হোসেন।

অনুষ্ঠানে কামাল হোসেন খান সুমন, মুহাম্মাদ ইসমাঈল ও জাহাঙ্গীর আলম রুপুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা প্রকৌশলী সালাউদ্দিন, শাহাদাত হোসাইন, মীর কামাল, প্রকৌশলী করিমুল হক প্রমুখ।

বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন খান সুমন জানান, আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় তিন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী এবারের আসরে নিবন্ধন করেছে। আগামী ২২ মার্চ দেশটির আজমান উম্মুল মোমেনীন উইমেন্স অ্যাসোসিয়েশনে প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। এবছর প্রথম স্থান অর্জনকারী বিজয়ীকে এক বছরের শিক্ষাবৃত্তি ও গ্রুপ পর্ব থেকে বিজয়ী নয়জনকে নগদ অর্থ, সনদ ও সম্মাননা স্মারক দেওয়া হবে।

আসু