অভিজ্ঞ প্রবাসীদের উন্নয়ন কাজে যুক্ত করতে ডেটাবেজ তৈরির আহ্বান

আবুধাবি
প্রবাস
0

নানা খাতে অভিজ্ঞ প্রবাসীরা অবদান রাখতে পারেন দেশের জাতীয় উন্নয়নে। অবসর গ্রহণের পর বিদেশেই স্থায়ী হওয়া বাংলাদেশিদের জন্য সে সুযোগ ক্ষীণ। সরকারিভাবে ডেটাবেজ তৈরির মাধ্যমে তাদের জাতীয় উন্নয়নে যুক্ত করতে সরকারের প্রতি আহ্বান প্রবাসী জনগোষ্ঠীর।

বিশ্বের বিভিন্ন দেশে নানা খাতে মেধাবী ও অভিজ্ঞ প্রবাসী বাংলাদেশিদের অনেকেই কয়েক দশক পার করেছেন সংশ্লিষ্ট পেশায়। অবসর গ্রহণের পর তাদের বেশিরভাগ বিদেশেই থেকে গেলেও নিজ নিজ খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে যুক্ত হতে চান দেশের উন্নয়ন কার্যক্রমে।

প্রবীণ অভিজ্ঞ প্রবাসী বাংলাদেশিদের দেশে সংশ্লিষ্ট খাতে যুক্ত করতে সুযোগ সৃষ্টির পরামর্শ প্রবাসীদের।

আবুধাবি কমিউনিটি নেতা আবদুল সালাম তালুকদার বলেন, ‘এখানে যারা বিভিন্ন সেক্টরে অবসর নিয়েছে, তারা তো অনেক এক্সপেরিয়েন্স। আমার মনে হয়, তাদেরকে বাংলাদেশে নিয়ে কাজে লাগালে বাংলাদেশ বেশ উপকৃত হবে।’

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পরিকল্পনায় নানা পর্যায়ে কাজের সুযোগ পেয়েছেন বিদেশে বেড়ে ওঠা অনেক প্রবাসী। বিদেশফেরত কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা কাজে ইতোমধ্যে প্রশংসিতও হয়েছেন। এরই ধারাবাহিকতায় অবসরপ্রাপ্ত অভিজ্ঞ প্রবাসীদের আরও বড় পরিসরে জাতীয় জনবলে যুক্ত করার আহ্বান সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি প্রবাসীদের।

আবুধাবি বাংলাদেশ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমার মনে হয়, আমরা যারা এখানে বিভিন্ন পর্যায়ে থেকে অবসরে গেছি, অয়েল বা গ্যাস ফিল্ডে যারা আছেন তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের দেশের এই সেক্টরগুলোর প্রচুর উন্নয়ন হতে পারে।’

প্রবাসীরা বলছেন, সরকারি উদ্যোগে ডেটাবেজ তৈরি করে দেশের উন্নয়নে তাদের কাজে লাগানো সম্ভব। কেন্দ্রীয়ভাবে এই উদ্যোগ নিয়ে দেশের বাইরে থাকা বাংলাদেশ মিশনগুলোকে এক্ষেত্রে কাজে লাগানোর পরামর্শ সংশ্লিষ্টদের।

আবুধাবির ব্যবসায়ী ও সিআইপি ইউসুফ শরীফ টিপু বলেন, ‘এই স্কিলগুলো কাজে লাগিয়ে আমাদের দেশকে এগিয়ে নেয়ার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেয়া  যেতে পারে।’

আবুধাবি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, ‘এটার জন্য উদ্যোগ নেয়া যেতে পারে কেন্দ্রীয়ভাবে, তবে সেটা ঢাকা থেকে হতে হবে। এটার জন্য কতগুলো মিশনকে সম্পৃক্ত করতে হবে। বিভিন্ন দেশের মিশনগুলোতেও আমাদের প্রোফেশনালরা আছেন।’

প্রবাসীরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিজ্ঞ প্রবাসীদের মেধা কাজে লাগানোর পরিবেশ তৈরি করা গেলে বাংলাদেশ দীর্ঘ মেয়াদে লাভবান হবে।

এসএইচ