দুই শতাধিক শ্রমজীবী প্রবাসীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার মো. শামীম আহসান।
দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ফার্ম মালিকদের প্রতিনিধি সাইফুল আমিরুল মোহাম্মদ বিন গাজালী, বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ী অলি ইসলাম, মালয়েশিয়া অগ্রণী রেমিট্যান্স হাউজ, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার এবং সিবিএল মানি ট্রান্সফারের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানের শুরুতে প্রবাসী কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন হাইকমিশনার মো. শামীম আহসান। তিনি বলেন, 'ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রবাসীবান্ধব এই সরকার প্রবাসীদের কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের প্রয়োজনীয় সেবা যেমন পাসপোর্ট-ভিসা, কনস্যুলার সেবা, কর্মসংস্থানসহ কল্যাণমূলক সকল প্রকার সেবা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে।'
প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, 'বৈধ পথে টাকা পাঠানো হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।'
অন্যান্য বক্তাগণ বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান এবং মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুনাম ধরে রাখার জন্য মালয়েশিয়ার আইন মেনে চলা সহ সচেতন থাকার আহ্বান জানান।
কষ্টার্জিত অর্থের সুরক্ষা ও সদ্ব্যবহার নিশ্চিত করার জন্য বক্তাগণ তাদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণসহ বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলার আহ্বান জানান।
আলোচনা শেষে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কর্মীদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন হাইকমিশনার। সবশেষে অনুষ্ঠানে অংশ নেয়া শ্রমজীবী প্রবাসীদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।