গাজায় সহায়তায় অতিরিক্ত ১০ কোটি রিঙ্গিত দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম
প্রবাস
4

গাজাবাসীর সহায়তায় অতিরিক্ত ১০ কোটি রিঙ্গিত বরাদ্দের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। গত শনিবার (২৪ আগস্ট) রাতে কুয়ালালামপুরের দাতারান মেরদেকায় হাজারো মানুষের অংশগ্রহণে আয়োজিত গাজা সংহতি সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী জানান, এ অর্থ দুই বছর আগে গাজার পুনর্গঠনে দেয়া অনুদানের অতিরিক্ত হিসেবে বরাদ্দ করা হবে। একই সঙ্গে তিনি মালয়েশিয়ার বড় বড় কোম্পানিগুলোকে গাজার পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘এটি কেবল শুরু। বৃহৎ কোম্পানিগুলোতেও আমি আহ্বান জানাই, গাজার পুনর্গঠনে এগিয়ে আসতে।’

আনোয়ার ইব্রাহিম ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সরকারকে “উন্মাদ ও নিষ্ঠুর” আখ্যায়িত করে বলেন, ‘খাদ্যসহায়তা বন্ধ করে দেওয়া এবং নারী-শিশুদের ওপর হামলা অমানবিকতার চরম উদাহরণ।’ তিনি অভিযোগ করেন, ইসরায়েল এমনকি দুই বছরের শিশুকেও হামাস হিসেবে অভিযুক্ত করছে।

৭৮ বছর বয়সী প্রধানমন্ত্রী বলেন, জীবনে কখনো এত নৃশংসতা তিনি দেখেননি। আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্বকে অব্যাহত চাপ বজায় রাখার আহ্বান জানান তিনি। মালয়েশিয়া কখনো গাজাকে একা ফেলে যাবে না বলেও যোগ করেন আনোয়ার ইব্রাহিম।

তিনি আরও বলেন, মালয়েশিয়া সব সময় ফিলিস্তিনিদের পাশে থাকবে। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যের শক্তিতেই মালয়েশিয়া বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।

এএইচ